মরার দেশে জীবন জিয়ে না। আরও একটি পরিবার শেষ হয়ে গেল। ফিলিস্তিনে বাড়িতে বোমা পড়লে একসঙ্গে সবাই মারা যায়, সিরিয়ার যুদ্ধে, আফগানিস্তান-ইরাকে নাশকতার ঘটনাগুলো এভাবে পরিবারসুদ্ধ প্রাণ নেয়। বাংলাদেশে কোনো যুদ্ধ চলছে না। কিন্তু কত পরিবার কতভাবে যে শেষ হয়ে যাচ্ছে। তেমনি করে শেষ হয়ে গেল বুলবুলি নামের মেয়েটির পরিবার। সেই ছবিগুলো দেখা যায় না। মাটিতে শুয়ে আছে এক পুরুষ, বুকে আঁকড়ে থাকা এক শিশু। ভাতিজিকে বুকে জড়িয়ে শোকে অজ্ঞান হয়ে গেছেন চাচা, বাবা পাগলপারা হয়ে শুধু বলছেন, ‘বুলবুলিরে, তুই আর উড়বি না! আর আব্বা ডাকবি না?’ পপসম্রাট আজম খান থাকলে হয়তো আবারও চিৎকার করে বলতেন, ‘শিশুটি মরে গেছে, হায় আমার বাংলাদেশ!’
إرسال تعليق